স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্টসহ ৩৫ পদের সবাই নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন।
রাজধানীর ইস্কাটন রোডে নিজস্ব প্রধান কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে জুয়েলার্স সমিতির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল ২০২৫-২৭ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জুয়েলার্স সমিতির পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য হলেন মো. রফিকুল আলম ও এস কে মজিবুর রহমান ইকবাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈধ প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়পত্র প্রত্যাহার না করায়, নির্বাচনী বিধিমালা-২০২৫ এর ধারা ২৪(১) অনুযায়ী ৩৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্টের পাশাপাশি একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনজন ভাইস প্রেসিডেন্ট, একজন কোষাধ্যক্ষ এবং ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছে। তাদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সাধারণ সম্পাদক পদটি রাখা হয়নি। বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হলো।
সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্সের (প্রা.) রণজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট পদে আপন ডায়মন্ড হাউসের আজাদ আহমেদ, জড়োয়া হাউস (প্রা.) লিমিটেডের অভি রায় এবং জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ইকবাল হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিউ ফেন্সী জুয়েলার্স’র অমিত ঘোষ। পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিলন মিয়া, পবন কুমার আগারওয়াল, তানভীর রহমান, মো. লিটন হাওলাদার, বাবলু দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মন্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তাফা কামাল, ধনঞ্জয় সাহা (বিপুল), শ্রীবাস রায়, মো. আলী হোসেন, মো. রুবেল, মো. নয়ন চৌধুরী, মো. ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, মো. রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মোহাম্মদ মোরশেদ আলম, শাওন আহম্মেদ চৌধুরী, মো. নাজমুল হুদা লতিফ ও পলাশ কুমার সাহা।
নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এনামুল হক খান বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর তার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দেশ-বিদেশে বাজুসের পরিচিতি বৃদ্ধি করেছেন। তাঁর নেতৃত্বে বাজুস আজ প্রায় ৪০ হাজার সদস্যের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি তাঁর উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘সোনা আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে। বর্তমানে প্রক্রিয়াটি জটিল হওয়ায় দাম অনেক বেড়ে যায়। তাই আমরা ব্যাগেজ রুলের মাধ্যমে সহজ আমদানির উদ্যোগ নেব। যত দিন প্রক্রিয়া সহজ হবে না, তত দিন পর্যন্ত এই পদক্ষেপ প্রয়োজন।’