প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, রাত ০৯:০০ | সংবাদ প্রতিবেদক : কাজল
আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় গাজীপুর জেলার চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে— গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছে। এই চারজনই নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় ও দলের নেতৃত্বে গ্রহণযোগ্য বলে জানা গেছে।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা নির্ধারণে তৎপরতা বেড়েছে।