মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা যুবদল। ২ নভেম্বর রোববার দুপুরে উপজেলার ভূলতা এলাকায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়। নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে ভূলতা এলাকার আল্লাহর দান আড়ত থেকে শুরু করে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া, গোলাকান্দাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন,
যুবদল নেতা আকতার হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা।