মো:তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধ) : মুন্সীগঞ্জে বর্ণাঢ্যআয়োজনে অনুষ্ঠিত হলো ২১ তম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান শনিবার (১ নভেম্বর ২০২৫)সকালে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জি এম নাজমুল হাসান, ওএসপি,এনডিসি,এম এস এস,বিসিএস,বাংলাদেশ নৌবাহিনীবাহিনীর প্রধান ও সভাপতি বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা,মুন্সিগঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ারঅ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী,এনডিসি,এনএসডব্লিউসি,পিএসসি,বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ নৌবাহিনী,কমোডর মোহাম্মদ আশিক আহমেদ মোস্তফা,সদস্য (প্রশাসন)বিআইডব্লিউটিএ,এবং মোহাম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার মুন্সিগঞ্জ।অনুষ্ঠানে বক্তারা বলেন সাঁতার বাংলাদেশেরএকটি ঐতিহ্যবাহী খেলা এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা অত্যান্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে এই আয়োজন দেশব্যাপী সাঁতারুদের জন্য একটি বড় অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।