এইচ এম গোলাম কিবরিয়া রাকিব : এবার দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’কে গেজেটভূক্ত করে বরাদ্দ দাবী করেছে বাংলাদেশ কংগ্রেস। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিলকৃত আবেদনে দলটির পক্ষ থেকে ‘ডাব’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবী করে নির্বাচন কমিশনে আবেদন করে। দলীয় প্রতীক হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে নিবন্ধন পর্যন্ত ‘শাপলা’ ব্যবহার করে বলে দলটির পক্ষ থেকে দাবী করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রদত্ত আবেদনে বলা হয়, দলের প্রথম প্রচারপত্রে ন্যাচারাল ডিজাইনে শাপলার ব্যবহার হয়। পরে শৈল্পিক ডিজাইন করে সকল কাগজপত্রে শাপলা দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন থেকে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক এবং এটা দলীয় প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশনের উক্ত কথার প্রেক্ষিতে দলটির পক্ষে ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়া হয়, যদিও আবেদনপত্রের সাথে জমাকৃত কাগজপত্র ও দলীয় লোগো’তে তখনও শাপলার ছবি ছিল।
গতকাল ১৩ অক্টোবর সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিলকৃত এক আবেদনে বলা হয়, ২০১৯ সালে মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে যখন বাংলাদেশ কংগ্রেস-এর নিবন্ধন দেয়া হয়, তখন দলটির পক্ষ থেকে ‘বই’ প্রতীক দাবী করা হয়, কিন্তু গেজেটভূক্ত প্রতীকের বাইরে প্রতীক দেয়া সম্ভব নয় বলে তাদেরকে ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করা হয়।
আবেদনে এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪(৩)-এ বলা হয়েছে, “প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশের্^ ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পাশের্^ দুইটি করিয়া তারা।” অর্থাৎ ধানের শীষ, শাপলা, পাটপাতা ও তারা-এই চারটি স্বতন্ত্র বস্তুর (ওঃবস) সমন্বয়ে জাতীয় প্রতীক নির্ধারিত।
তিনি বলেন, উপরোক্ত চারটি বস্তুর মধ্যে ধানের শীষ ও তারা গেজেটভূক্ত করে দুইটি রাজনৈতিক দল, অর্থাৎ ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে এবং তারা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিকে বরাদ্দ দেয়া হয়েছে। স্বতন্ত্র বস্তু হিসেবে যেহেতু দুটিকে গেজেটভূক্ত করে দুটি রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়া হয়েছে, সেহেতু অন্য স্বতন্ত্র বস্তু হিসেবে শাপলাকে গেজেটভূক্ত করে অন্য রাজনৈতিক দলকে বরাদ্দ দিতে কোন আইনগত বা নৈতিক প্রতিবন্ধকতা নেই।
বাংলাদেশ কংগ্রেসের আবেদনে আরও বলা হয়, সম্প্রতি কোন কোন রাজনৈতিক দল থেকে ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রথম দাবীদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে গত ১৩/১০/২০২৫ইং তারিখের আবেদনে প্রয়োজনীয় প্রমাণাদী সংযুক্ত করা হয়েছে।