এম এ হোসেইন : দি ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের মে ফেয়ারে অনুষ্ঠিত সফল চ্যারিটি ডিনারটি ছিল মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ। এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের হতদরিদ্র ও অবহেলিত স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসা সহায়তার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ মানবিক সংগঠনটি সামাজিক লজ্জা, সংকোচ ও অবহেলার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত অসহায় নারীদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ব্রিটিশ এমপি, মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট চিকিৎসক, গবেষক ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই সংগঠন আজ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সংগঠনের উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ প্রকল্প
মোবাইল ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং প্রজেক্ট
মোবাইল চক্ষু চিকিৎসা প্রজেক্ট
পথশিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা সহায়তা প্রকল্প
অনুষ্ঠানে মানবতাবাদী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি সমাজের অভিভাবক, সর্বজন শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্ব কে. এম. আবু তাহের চৌধুরী সাহেবের উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ মর্যাদা এনে দেয়।
আরাফাতনিউজ ইউকের সম্পাদক ও প্রকাশক এবং আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন (এম. এ. হোসেন) অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গভীর সন্তুষ্টি ও অনুপ্রেরণার কথা ব্যক্ত করেন।
তিনি রেডরিজ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মাহমুদুর কুরেশিকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁর মানবিক সৌজন্য ও আন্তরিক আতিথেয়তার জন্য এবং সফল আয়োজক ডা. জিয়াউল হক, ডা. এম. এ. আজিজ ও ডা. আব্দুল আউয়াল-কে অভিনন্দন জানান।
“যখন মানবিকতার সঙ্গে কর্ম একত্র হয়, তখনই মানবতা জয়ী হয়,” — মন্তব্য করেন এম. এ. হোসেন।