নিজস্ব প্রতিবেদক : কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলীর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ণ শব্দাবলি’র পাঠ-উন্মোচন ১১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে পেন বাংলাদেশ আনন্দঘন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রথিতযশা কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা ও মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি ও বাচিকশিল্পী দেওয়ান সাঈদুল হাসান।
তালুকদার লাভলী কবি ও কথাসাহিত্যিক হিসেবে বাংলাদেশ ও বহির্বিশ্বে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তাঁর রচিত উপন্যাস ‘পেট্রোদাসী’ প্রকাশের পর পাঠকমহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। কবিতায় তিনি প্রেম-ভালোবাসার পাশাপাশি প্রকৃতি সুরক্ষা এবং বৈষম্য, হিংসার অবসান করে মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।