বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জাতীয় পার্টির (রওশন এরশাদ) মুখপাত্র, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক বলেছেন, জাতীয় পার্টি সবসময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টি কখনো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়।
আজ এক বিবৃতিতে শফিকুল ইসলাম শফিক আরো বলেন, জাতীয় পার্টি ধ্বংসাত্মক এবং অপরাজনীতিতে জড়াবে না। জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাসী। আমরা আমাদের সু-আচরণ, ভালবাসা এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো এবং জনগনের ভোটে জয়ীও হবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জন করার লক্ষ্যে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাংগঠনিক কর্মতৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। এর জন্য জাতীয় পার্টির সকল অংশকে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।