বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু লোক বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, কিন্তু বিএনপি সংস্কারের জন্মদাতা। জিয়াউর রহমানের সময় থেকেই বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কাজ করেছে।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আর কারও জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় গাড়ি উঠেছে, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। আমরা ১৫ বছর সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য। জনগণ ধানের শীষে ভোট দেবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংগ্রাম চলবে এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।
ফখরুল সরকারকে সতর্ক করে বলেন, কোনো উপদেষ্টা যদি বিশেষ দলের হয়ে কাজ করে, তা গ্রহণযোগ্য নয়। জনগণ শতভাগ নিরপেক্ষতা চায়।
তিনি ভারতকেও উল্লেখ করে বলেন, ভারত সবসময় বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ এর প্রমাণ। আমরা ভারতকে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, তবে নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না।