বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ও ডিপ্লোমা প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসবে। ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ও ডিপ্লোমা প্রকৌশলীরাই আগামীর যেকোনো প্রয়োজনে এগিয়ে আসবে এই প্রত্যাশা করছি।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার ওয়াসা ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং ঢাকা-৩১৮৫) সিবিএ এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর প্রতিনিধি হিসেবে আইইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (অর্থ) ও ঢাকা ওয়াসার সহকারী ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান এইসব কথা বলেন।
জনাব মোঃ আজিজুল আলম খানের সভাপতিত্বে জনাব মোঃ মনির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বি.এন.পি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ।