কাজী দ্বীন মোহাম্মদ বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ৯ম-৪র্থ গ্রেডের কর্মকর্তাদের অংশগ্রহণে “কমিউনিটি অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়ন: বিআরডিবি ও ইউনিয়ন পরিষদের যৌথ প্রয়াস” শীর্ষক প্রশিক্ষণ ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর সদর কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষেণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব, জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্যে সরকারের অতিরিক্ত সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী বলেন যে, মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী গঠনের ব্রত নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র বহুমূখী কর্মপ্রয়াস চলমান রয়েছে। বিআরডিবি’র মূল উদ্দেশ্য গ্রামীণ ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণির আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা। দারিদ্রতা দূর করে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা। এসব কার্যক্রম পরিচালনা করতে বিআরডিবি শুরু হতে এখন পর্যন্ত ১২২টি প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করেছে।
বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী আরও বলেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বার্ড, বিআরডিবি ও জাইকা কর্তৃক উদ্ভাবিত বিখ্যাত ‘লিংক মডেল’ বিআরডিবি’র আওতায় “অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)”-এর মাধ্যমে পর্যায়ক্রমে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, লিংক মডেলের মাধ্যমে পল্লী উন্নয়নে জন-অংশগ্রহণ, চাহিদাভিত্তিক পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সেবা প্রদান নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন বিআরডিবি’র ৫৩ লক্ষ সুফলভোগী সদস্যদের মধ্যে প্রায় ৬৮% নারী। ২০১০ সালের BIDS এর গবেষণা প্রতিবেদন অনুসারে GDP তে বিআরডিবি’র একক অবদান ১.৯৩%। বর্তমানে বিআরডিবি’র ঋণ কার্যক্রম তদারকি করার জন্য ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট (সিআরএম) গঠন করা হয়েছে। ক্র্যাশপ্রোগ্রাম চলমান রয়েছে। বিআরডিবি’র ৬৪ জেলা কার্যালয়, ৪৯৪টি উপজেলা কার্যালয়ের কার্যক্রম সরাসরি ও ভিডিও/জুম মিটিং এর মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। তিনি বিআরডিবি’র মাঠ পর্যায়ের কার্যক্রম সাথে স্থানীয় সরকার বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় করে দেশের সার্বিক উন্নয়ন আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব, জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন বিআরডিবি সরকারের প্রাচীনতম বৃহৎ ঋণ প্রদান এবং সেবাদানকারী প্রতিষ্ঠান। বিআরডিবি-কে শুধুমাত্র ঋণের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে প্রকল্প গ্রহণ করার বিষয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ ও বিআরডিবি একই মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগ কারিগরি সহায়তাসহ গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন বৃদ্ধির জন্য সার্বিক সহযোগিতা করবেন মর্মে আশ্বাস ব্যক্ত করেন।
স্থানীয় সরকার বিভাগের আওতায় জামালপুর জেলায় স্বপ্ন নামে দরিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক প্রকল্প চলমান আছে। এছাড়া দেশের ১৯টি জেলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প এবং উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক প্রকল্প চলমান রয়েছে। এ সকল জেলায় নিবিড় তদারকির মাধ্যমে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উল্লিখিত জেলাসমূহে বিআরডিবি’র বিভিন্ন ইনোভেটিভ উদ্যোগ ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের কম্পনেন্টের সাথে সমন্বয় করে নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে পারে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকল দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণের সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান করেন। তিনি বিআরডিবি-স্থানীয় সরকার বিভাগের সম্পর্ক আরও সুসংহত করার অভিপ্রায় ব্যক্ত করেন। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে সার্বিক সহযোগিত করবে।
প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বিআরডিবি’র পরিচালক, যুগ্মপরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।