বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জে ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনৈতিক আলোকবর্তিকা, বিএনপির প্রয়াত মহাসচিব এডঃ খোন্দকার দেলোয়ার হোসেনের সুযোগ্য জ্যেষ্ঠপুত্র,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, জেলা বিএনপির সম্মানিত সদস্য,
পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার আপামর জনসাধারণের নন্দিত জননেতা অধ্যাপক ডঃ খোন্দকার আকবর হোসেন বাবলু। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ। খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, সুদীর্ঘ পথচলা ও ফ্যাসিষ্টবিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দেশ ও জাতি আজ যে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে তা অবশ্যই বিএনপিরই অবদান। সেই গণমানুষের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় ১৭ বছর পর মন খুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত প্রাণপ্রিয় সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।
বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস।