1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গোয়ালমারী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া মোহাম্মদপুরে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রতিশ্রুতি ড. খন্দকার মোশাররফ হোসেনের জনতার মাঠে ধানের শীষ: পাঁচগাছিয়ায় মোশাররফ–মারুফের বার্তায় ভোটের হাওয়া

বিএনপি সরকার গঠন করলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের খেলাধুলায় অযাচিত হস্তক্ষেপ করছেন। বিশেষ করে ক্রিকেটে ষড়যন্ত্র, পদ বণ্টনে প্রভাব বিস্তার এবং কাউন্সিলর নির্ধারণের মাধ্যমে সরাসরি প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই চাই না কেউ দেশের ক্রীড়াঙ্গনকে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জায়গা বানাক। ক্রিকেটসহ যেকোনো খেলায় এ ধরনের অযাচিত প্রভাব খাটানো হলে বিএনপি তা প্রতিহত করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় করে আমিনুল হক বলেন, দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আগামী প্রজন্মকে মাঠমুখী করে একটি সুস্থ ও মননশীল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি স্মরণ করেন আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালুর কথা, যেখান থেকে অসংখ্য প্রতিভা উঠে এসেছিল।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলা ও বিভাগ থেকে ট্যালেন্ট হান্ট করে প্রতিভাবান ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে।

তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যেই বিভিন্ন ক্রীড়া আসর সফলভাবে আয়োজন করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালও সামনে। একইভাবে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল-ক্রিকেটসহ জনপ্রিয় খেলাধুলার আসর চলছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার তরুণদের মাঠ থেকে সরিয়ে মাদকের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক খেলাধুলা জানিয়ে বিএনপি নেতা ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিয়ে আওয়ামী শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ তুলে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর গণমাধ্যম সত্য বলতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কর্মীরা ভয়ের বাইরে থেকে নিজেদের মত প্রকাশ করতে পারবে।

অনুষ্ঠানে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com