ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উৎসবের আবহে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।
এই উপলক্ষে আজ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিজস্ব কার্যালয়ে শেষ হয়। র্যালীতে জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহনণ করে।
আলোচনা সভায় বক্তারা জিয়ার আদর্শের এই দলে আগত নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এছাড়াও এই উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার দুপুর ২টায় প্রামাণ্য চিত্র প্রর্দশনীর আয়োজন করে। এবং রাত ৮ টায় জেলা জাসাস আয়োজন করবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সহ জেলা বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
জাকির মোস্তাফিজ মিলু