1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গোয়ালমারী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া মোহাম্মদপুরে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রতিশ্রুতি ড. খন্দকার মোশাররফ হোসেনের

নুরের উপর হামলা জুলাই বিপ্লবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ: গণঅধিকার পরিষদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নুরুল হক নুরের উপরে রহস্যজনক হামলা জুলাই বিপ্লবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ।

রোববার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালায়। এতে অনেকে আহত হয়। এই অতর্কিত হামলার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করা হয়। মশাল মিছিল শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরসহ নেতা-কর্মীদের উপর বর্বরোচিতভাবে হামলা করে। নুরুল হক নুরকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করে পাশবিক অত্যাচার করে যাতে তার মৃত্যু হয়। সেইসঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়, অনেকের অবস্থা গুরুতর।

এতে বলা হয়, দলীয় কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন শুরু করার প্রাক্কালে কেন নুরুল হক নুরের উপর হামলা করা হলো এই বিষয়টা গভীর রহস্য সৃষ্টি করেছে এবং দেশ ও জাতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করে গণঅধিকার পরিষদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার উপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণঅধিকার পরিষদের উপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের উপর হামলা। গণঅধিকার পরিষদ মনে করে এই হামলার পিছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।

এই প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ নিম্নলিখিত দাবি পুনর্ব্যক্ত করছে:

১. গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আহত সকল নেতা-কর্মীর তাৎক্ষণিক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি স্তরে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ হামলাকারী সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

৩. জাতীয় পার্টির সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

৪. স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

৫. এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি নুরুল হক নুরসহ আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com