ইউকে প্রতিনিধি : “ব্রিটেনের লুটনে হাজী আবুল হোসেইনের জানাজায় হাজার হাজার মুসলিমের
ঢল!
অশ্রু সিক্ত নয়নে
কেঁদে বুক বাসিয়ে তাঁর মরু দেহের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
﴿كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ﴾
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)
ব্রিটেনের লুটন মুসলিম কমিউনিটির অভিভাবক, সমাজসেবক হাজী আবুল হোসেইনের ইন্তেকালে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে হাজারো মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে আসেন।
জানাজার নামাজ শেষে মরহুমকে লুটনের মুসলিম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এ সময় সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
কারো চোখ ছিল অশ্রুসিক্ত, কারো মুখে একই বেদনার স্বর—
“আমরা এতিম হয়ে গেলাম, অভিভাবকশূন্য হয়ে গেলাম। কে আর আমাদের খোঁজ নেবে?”
হাজী আবুল হোসেইন ছিলেন সমাজের এক নিরলস ও নিঃস্বার্থ সেবক।
ব্রিটেনের তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের শিক্ষা ও সংস্কৃতিকে চিরজাগ্রত রাখতে তিনি ছিলেন নিরন্তর প্রচেষ্টায় নিয়োজিত। শুধু ব্রিটেন নয়, ইউরোপ, আমেরিকা ও বাংলাদেশে অসংখ্য মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনন্য।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
“মানুষ মারা গেলে তার আমল শেষ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।” (সহিহ মুসলিম)
নিঃসন্দেহে হাজী আবুল হোসেইন তাঁর জীবদ্দশায় যে অসংখ্য মসজিদ, মাদরাসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বীজ বপন করেছেন, তা তাঁর জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ।
বিশেষ উপস্থিতি
জানাজায় উপস্থিত ছিলেন—
ব্রিটেনের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব
ব্যারিপার্ক জামে মসজিদের সাবেক ইমাম মুফতি আব্দল হান্নান
জালালাবাদ জামে মসজিদের সভাপতি কাজি সাদেক আহমেদ, সহ সভাপতি মনসুর খান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম
বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশনের সভাপতি এমবিই অলি খান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও ইউকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম
লুটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমেদ রুবেল
বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমেদ
ইউকে বিএনপি নেতা এবং আরাফাত টিভি ও আরাফাত পত্রিকার চেয়ারম্যান-সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেইন
বিবিবিএফ সভাপতি ফয়সাল চৌধুরী, সহ সভাপতি এম এ মালিক
সহ অসংখ্য অগণিত কমিউনিটি নেতৃবৃন্
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়—
“আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করুন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।”