বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অশ্লীলতা থেকে বাঁচার উপায় অশ্লীলতার আরবি প্রতিশব্দ ফাহেশা।
ফাহেশা শব্দের অর্থ, ব্যভিচার, কৃপণতা,সমকামীতা, নির্লজ্জতা,হারাম কাজে অর্থ ব্যয়,
সকল প্রকার পাপাচার।
ফাহেশা থেকে বাঁচার উপায়।
১) ঈমান মজবুত করা।
নিয়মিত সালাত আদায়, কুরআন পাঠ, তাহাজ্জুদ ও জিকির ইত্যাদির মাধ্যমে ঈমান মজবুত হয়।
মহান আল্লাহ পাক বলেন,
নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও অপরাধ থেকে বিরত রাখে।
২) দৃষ্টি হিফাজত করা।
অশ্লীল ছবি, ভিডিও,হারাম বস্তু কিংবা জিনিস থেকে দৃষ্টি হিফাজত করা।
৩) অশ্লীলতার কারণ থেকে দূরে থাকা।
যে কারণে অশ্লীলতার প্রতি আগ্রহ তৈরি হয় সে কারণ থেকে দূরে থাকা।
৪) সৎ বন্ধুর সংস্পর্শে থাকা ও ভালো পরিবেশে থাকা।
একজন সৎ বন্ধুর সংস্পর্শ ও ভালো পরিবেশ অশ্লীলতা বর্জন করতে সাহায্য করে।
৫) নিয়মিত দোয়া করা।
প্রতি সালাতের পর অশ্লীলতা থেকে বাঁচার জন্য দোয়া করা।
৬) প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা।
নবিজী সকল যুবককে বলেন,
হে যুবসমাজ!
যদি তোমাদের সামর্থ্য থাকে অর্থাৎ বিবাহ করার শক্তি ও সামর্থ থাকলে বিবাহ করো।অসামর্থ্য হলে রোজা পালন করো। কেননা রোজা কুদৃষ্টি ও লজ্জা স্থান কে অধিক পরিমাণে হিফাজত করে।
৭) সন্তান উপযুক্ত হলে বিবাহ দেয়া।
হে যুবসমাজ!
যদি তোমাদের সামর্থ্য থাকে অর্থাৎ বিবাহ করার শক্তি ও সামর্থ থাকলে বিবাহ করো। কেননা বিবাহ দৃষ্টি ও লজ্জা স্থান কে খুব বেশি হিফাজত করে।
১০) সময়ের অপচয় রোধ করা।
ইলম অর্জন,নেক আমল ও ভালো কাজে ব্যস্ত থাকা।
১১) অশ্লীলতার পরিনতি মনে রাখা।
নবিজী সা বলেন,
যে জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, সেই জাতী দূরারোগ্য রোগে আক্রান্ত হবে।
১২) রাষ্ট্রীয় ভাবে অশ্লীলতা বর্জন করার উদ্যোগ নেয়া।
মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে অশ্লীলতা বর্জন করার তৌফিক দান করুন। আমীন।
হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী।খতীব আল হেরা জামে মসজিদ,পূর্ব শেখদি,যাত্রাবাড়ী, ঢাকা।