আবু নাছির আহম্মেদ ইসলামপুর প্রতিনিধি। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বলিয়াদহ আমতলা বাজারে এক বাড়াবাড়িতে যুবকের লাশ পাওয়া যায়। ২২আগস্ট শুক্রবার ২০২৫ সকাল বেলা পাশের এক বাড়িতে পর্যাপ্ত গন্ধ ছরানোর কারনে বাড়ির লোকজন থাকতে না পারায় খোঁজ নিয়ে দেখে প্রতিবেশী মাকসুদ রাজা পাহালুয়ান টারজনের ঘর থেকে পচা গন্ধ আসছে। তখনই খোঁজ নিয়ে দেখা যায় বাড়িতে কেউ নেই। এরপর টারজানের ভাইয়ের বাড়ি থেকে তার মা এসে দরজা খুলে। তৎখানাত দেখতে পায় এই মৃতদেহ। তবে অনেকেই ধারণা করেছেন এটা পরিকল্পিতভাবে মারা হয়েছে এবং অনেকেই ধারণা করেন যে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।তবে অনেকে বলেন ভিকটিম টারজানের ফুফাতো ভাই। ঘটনাস্থলে পুলিশ আসার পর ভিকটিমের স্বজনরা বলেছেন। ভিকটিমের ছোট বোনজামাই বলেন চার দিন আগে তার সঙ্গে কথা হয় এবং তার ফোনে ৩০০ টাকা বিকাশ করে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। ভিকটিমের মায়ের কথা যে আমার সঙ্গে চারদিন আগে কথা হয় তিন দিন থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই ফোন বন্ধ। এলাকার অনেকেই বলেছেন যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যার কারণ হচ্ছে বাড়ির লোকজন এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে হাজির হয়নি। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ এক ঘটনা পর্যবেক্ষণ করে সত্যতা যাচাই করবেন বলে আশ্বাস দিয়েছেন। এমতাবস্থায় মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।