মোঃমাইনুদ্দিন বাহাদুর : আলহামদুলিল্লাহ, মুরাদনগরের কৃতি সন্তান জনাব কাজী মোজাক্কের আহম্মেদ ইসমাম সাহেব বাংলাদেশের জন্য ক্রোয়েশিয়ার অনারারি কনস্যুলার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি জনাব কে. এম. মজিবুল হক সাহেবের যোগ্য উত্তরসূরি ও মুরাদনগরের মাটি ও মানুষের নেতা সবাই যাকে দাদা ভাই বলে চিনে সাবেক এমপি,মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ভাতিজা হিসেবে দেশ ও জাতির গৌরব বাড়াচ্ছেন।
এই নিয়োগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মুরাদনগরের পরিচিতি আরও উজ্জ্বল হলো। মুরাদনগরের সর্বস্তরের মানুষ এ অর্জনে গর্বিত এবং তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছেন।
আমরা বিশ্বাস করি, কাজী মোজাক্কের আহম্মেদ ইসমাম সাহেব তাঁর দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং দেশ ও মুরাদনগরের গৌরবকে আরও সমুন্নত করবেন।