মোঃ জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা থেকে : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় দোয়া মাহফিল ও বিএনপির পৌর ৫নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় দেবিদ্বার পুরাতন বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান লিলু।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। বক্তব্যে তিনি বলেন—
“আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসলে কোটি কোটি মানুষ হাসে, তার দুঃখে গোটা দেশ কাঁদে। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, গণতন্ত্রের মা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভুলু পাঠান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. হারুন অর রশিদ মাস্টার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, মো. আলী হোসেন মন্টু, মো. আব্দুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সরকার, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেবিদ্বার ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা মো. রায়হান উদ্দিন।