সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে ২মন চোরাই মাছ সহ তিনজন মাছ চোর কে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্ধ্ব করেছে জনতা।
বুধবার ভোরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিন চরখোন্দকার একটি মৎস্য প্রকল্পে জালপেতে মাছ ধরে পালানোর সময় স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এই ঘটনায় মৎস্য প্রকল্পের মালিক আবু সুফিয়ান আটককৃত চোর
মোঃ জাফর, মোঃ আবদুল হক এবং মোঃ সুজন সহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে এজাহার দাখিল করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।