হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- বুধবার দুপুরে ফেনী জেলা সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফেনীতে ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস ভূমি। অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু হলে জনভোগান্তি কমে যাবে।
তিনি বলেন, ‘ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে- এটা বলা যাবে না। মেশিনের পেছনে যে মানুষটা কাজ করে, তিনি যদি ভুল করেন তাহলে জটিলতা কমবে কীভাবে? তাই সব নাগরিককে সচেতন ও নজরদারি রাখতে হবে। যারা ভাল কাজ করবে তাদের সাপোর্ট দেবেন, আর যারা করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, ফেনী একটি গৌরব জনক জনপদ, তাই এই সিস্টেম চালু করতে ফেনীকে পাইলটিং প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিস্টেম চালু হলে ফেনী আরো আলোকিত হবে।
এছাড়া উপদেষ্টা বিগত বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানান। এছাড়া বন্যা আক্রান্ত এলাকায় সকল প্রকার সহায়তা করা হবে বলে নিশ্চিত করেন।