1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের প্রতিবাদ সভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন মাদারীপুর জেলার সাংবাদিকবৃন্দ। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা ও প্রতিবাদ সভায় এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সাংবাদিকরাই সরকারের বড় নির্ভরযোগ্য সোর্স। সাংবাদিক বিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না। দেশে আর কোনো সাংবাদিক নৃশংস হত্যার দৃশ্য যেন দেখতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাঁরা বলেন- সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে। সাংবাদিকদের ওপর মামলা থেকে অব্যাহতি দিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও জনকন্ঠ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজি, মৈত্রী মিডিয়ার সেন্টারের সহ সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, সহ সভাপতি মেহেদী হাসান সোহাগ, যুগ্ন সম্পাদক ও মাই টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সরদার, মোহনা টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা ও নিরেপক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মহিবুল আহসান লিমন, সিনিয়র কার্যকরী সদস্য ও প্রথম আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, দপ্তর সম্পাদক ও সংবাদ সারাবেলা পত্রিকার মাদারীপুর প্রতিনিধি ইমদাদুল হক মিলন, কোষাধ্যক্ষ ও জনবানী পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এহসান আজগর, প্রচার সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার মাদারীপুর প্রতিনিধি জুয়েল শাহাদাত, কার্যকরী সদস্য দৈনিক গণমুক্তি পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন, সাংবাদিক আজাহার হোসেন, সাংবাদিক জুয়েল প্রমুখ।

আলোচনা ও প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন- অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও সকালের সময় পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এস এম আরাফাত হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com