আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : প্রবল বৃষ্টিপাত ও কাপ্তাই লেকের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবার।
সরেজমিনে দেখা গেছে, মহালছড়ি উপজেলার সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া ও ব্রিজ পাড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়ি বা উঁচু স্থানে।
এদিকে, উপজেলার সঙ্গে সংযুক্ত মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সড়কে কোমরসমান পানি উঠেছে। ফলে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে করে মুবাছড়ির বাসিন্দারা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান জানান, “কাপ্তাই লেকের পানি না কমায় মহালছড়ি সদর ও মুবাছড়ি ইউনিয়নের প্রায় দুইশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে পানিবন্দি পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।”
তিনি আরও জানান, “সড়কে পানি থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।”
স্থানীয়রা দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা এবং বিকল্প যোগাযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।