মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কুমার নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের সময় ধাওয়া করে ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন পুড়িয়ে দেয় স্থানীয় জনগণ। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দাসহ সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি দেন অবৈধ ড্রেজার বালু ব্যবসায়ী ওবায়দুল ফরাজি। এ ঘটনায় শনিবার (২ আগস্ট) বিকালে জীবনের নিরাপত্তার স্বার্থে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক সোহেল শিকদার।
তিনি সদর উপজেলার শিরখাড়া গ্রামের মো. এসকেন শিকদারের ছেলে। সোহেল শিকদার দৈনিক গণকণ্ঠ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তবে পুলিশের দাবি, নিয়মিতই চালানো হচ্ছে অভিযান। এ বিষয়েও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল হাসান।
এর আগে ১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দী শ্রীনদী গ্রামের কুমার নদে থাকা অবৈধ ড্রেজার মেশিনটি পোড়ানো হয়। এসময় স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পালিয়ে যায় বালুদস্যুরা।
জানা গেছে, অভিযুক্ত ওবায়দুল ফরাজি ৩-৪ দিন আগে বিদেশে গেছেন। সেখান থেকেই বালু ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন তিনি। অভিযোগ রয়েছে, শ্রীনদী ফাঁড়ির কয়েকশ’ মিটার পাশেই কুমার নদে বালু উত্তোলন করা হয়। কিন্তু এর প্রতিকারে জোরালো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি দেন বালুদস্যুরা। শুক্রবার রাতে ড্রেজার আটক ও আগুন দেয়ার ঘটনায় ফেসবুক লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়েছেন বালুদস্যু ওবায়দুল ফরাজি। এ কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।