বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সাংবাদিক রাসেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। ইতিপূর্বে সংবাদ প্রকাশের জের ধরে আখাউড়া মনিয়ন্দ জয়পুর গ্রামে তাদের কে মোটরসাইকেল পথরোধ করে হামলা চালায়। স্থানীয় কতিপয় দুষ্কৃতকারী তাকে এবং তার সাথে থাকা আরেক সাংবাদিককে আটক করে মারধর করে। তারা পালিয়ে আত্মরক্ষার্থে বর্তমানেঐ এলাকার জাহের মিয়ার বাড়িতে অবরুদ্ধ আছেন। তাদেরকে দ্রুত উদ্ধারের জন্য আখাউড়া থানা পুলিশের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতা হাসনাত তুহিন আখাউড়া থানা পুলিশ এবং অবরুদ্ধ সাংবাদিক রাসেলের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে যেতে অনুরোধ করা হয়েছে। আখাউড়া থানা শাখার সভাপতি আফজল খান শিমুলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যাচ্ছেন।