প্রতিবেদক: কাজল , শোকাহত জাতি, শোকাহত আমরা… মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত সকলের প্রতি গভীর শোক ও হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছি। এই ট্র্যাজেডি আমাদের জাতির হৃদয়ে এক অমোচনীয় দাগ রেখে গেছে।
যারা চিরতরে বিদায় নিয়েছেন, তারা শুধু পরিবারের নয়—এই জাতিরই অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যেন সকল শহীদ আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।
মাইলস্টোন পরিবারের এই শোকের সময়ে আমরা একাত্ম—আজ, আগামীকাল এবং সবসময়…— আমরা তোমাদের কখনো ভুলবো না…