রাঙামাটি জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, “যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের গাইডলাইন অনুধাবন করি, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৭০ এরও বেশি আসন লাভ করবে।”
বুধবার রাঙামাটি জেলা বিএনপির উদ্যেগে কেন্দ্রেীয় কর্মসূচীর অংশ হিসেবে নতুন সদস্য ও নবায়ন এর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সকলকে অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। আন্দোলন-সংগ্রামের সঙ্গী হলেও যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা ছাড়া কোনো পথ খোলা নেই।”
মীর হেলাল অভিযোগ করে বলেন, “স্বৈরাচারী সরকার ক্ষমতার অপব্যবহার করে পিলখানায় ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছে। শাপলা চত্বরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। গত ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অত্যাচার-দুর্নীতির বিরুদ্ধে মানুষ আজ রাস্তায় নেমেছে। এই আন্দোলনেই স্বৈরাচারীদের পতন হয়েছে।”
আওয়ামী লীগের নেতাদের কড়া সমালোচনা করে মীর হেলাল বলেন, “ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ বেয়াদব খেতাব পেয়েছিল। জুলাইয়ের আন্দোলনের পর চোরের মতো দেশ ছাড়তে হয়েছিল। এখন নতুন করে কিছু হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের বেয়াদবের আবির্ভাব হয়েছে। জাতীয়তাবাদী বিএনপি এদের বেয়াদবি আর সহ্য করবে না।”
সভায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিএনপির সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
আলোচনা সভা শেষে রাঙামাটি জেলা বিএনপির নতুন সদস্যদের হাতে সদস্য কার্ড তুলে দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।