1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকের এমডি নিযুক্ত সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি, ৭ ডিসেম্বর থেকে কার্যকর শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত “সময়ে দেশে ফিরেই নেতৃত্ব দেবেন তারেক রহমান: রিজভী” দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন *ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স * অবিস্মরণীয় ৬ ডিসেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের

ঠাকুরগাঁওয়ে ইউক্যালিপটাস ও আকাশমনি বিলোপ অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ১৬টি নার্সারিতে প্রায় ৯০ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।

প্রধান অতিথি হিসেবে অভিযান উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ উৎপাদনে এখন আর সরকারি উৎসাহ নেই। এগুলো অতিরিক্ত পানি শোষণ করে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস করে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের গাছের পরিবর্তে দেশীয় ও পরিবেশবান্ধব গাছ রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।”

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা মানুষের জীবন রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। পানি শোষণকারী গাছের বিস্তার অব্যাহত থাকলে কৃষিকাজ বাধাগ্রস্ত হবে, ভারসাম্যহীনতা দেখা দেবে। এ কারণে সবাইকে এ অভিযানে কৃষি বিভাগের পাশে দাঁড়াতে হবে।”

এর আগে পৌরসভা ও গড়েয়া ইউনিয়নের ছয়টি নার্সারিতে ৬১ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, দ্রুত বর্ধনশীল হলেও এ গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের অবশিষ্ট চারা ধ্বংস করা হবে।

মাঠ পর্যায়ে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ ও মসিউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও পরিতোষ অধিকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com