1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিবাহ ও মোহর আদায়ে ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিবাহ একটি পবিত্র বন্ধন যা সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট।
মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব।  প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিবাহের খরচ নির্বাহের জন্য এ হিসাব খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা কিংবা তার গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়। মেয়াদ হবে সর্বনি¤œ ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। কিস্তির পরিমাণ যেহেতু অপরিবর্তনীয়, তাই হিসাব  খোলার সময় কিস্তির পরিমাণ সামর্থ্য ও লক্ষ্যের সাথে সমন্বয় করে নির্ধারণ করতে হয়।  এ অ্যাকাউন্টে ইসলামিক শরিআ‘হ ভিত্তিতে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা প্রদান করা হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে  ৫৩ হাজার বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট রয়েছে।
মুদারাবা মোহর সেভিংস একাউন্টও একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষ যারা মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে চান তাঁরা সামর্থ অনুযায়ী এই একাউন্ট খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা এবং  ৫ বছর ও ১০ বছর মেয়াদ। স্বামী কিংবা বিবাহেচ্ছুক পুরুষ এ হিসাব পরিচালনা করতে পারবেন। বিবাহেচ্ছুকদের লক্ষ্যমাত্রার সাথে আর বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার উপর মাসিক হার নির্ধারণ করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে ৫২  হাজার মোহরানা অ্যাকাউন্ট রয়েছে।
জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের ২ কপি ছবি, বিবাহ হিসাবের জন্য নমিনীর এক কপি ছবি আর মোহর হিসাবের জন্য স্ত্রীর ২ কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে ইসলামী ব্যাংকের যে কোন শাখা, উপশাখা কিংবা এজেন্টে এই একাউন্টদ্বয়  খোলা যাবে। সেলফিনের মাধ্যমেও এই একাউন্ট খোলা যায়। ব্যাংকের যেকোন শাখা, উপ-শাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেটে কিস্তির টাকা জমা দেওয়া যায়। এছাড়া সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং ও এমক্যাশের মাধ্যমে ২৪/৭ ঘরে বসে খুব সহজে মাসিক কিস্তি ট্রান্সফার করা যায়।  শাখায় স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রাখলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাব থেকে বিবাহ ও মোহর একাউন্টে কিস্তির টাকা জমা হবে। গ্রাহক চাইলে কিস্তির টাকা অগ্রিম পরিশোধ করতে পারেন।
দিন দিন বিবাহ সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের জন্য বিয়ের খরচ নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে উঠছে। আবার মোহরানা আদায়ে শরিয়তের কঠোর নির্দেশনা থাকা সত্তে¡ও সমাজে মোহরানা আদায়ের সংস্কৃতি প্রায় নির্মুল হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের এই দুই অ্যাকাউন্ট বিবাহের মত একটি পবিত্র বন্ধন সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজ করতে ব্যাপক ভূমিকা রাখছে। ইতোমধ্যে এই একাউন্ট দুটি বেশ গ্রাহক প্রিয়তা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com