বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ‘ইসলামী বিশ্বের সম্মিলিত প্রতিক্রিয়া’র প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
খাজা আসিফ বলেন, পাকিস্তানের ইরানের সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সংকটময় মুহূর্তে, আমরা ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। তাদের ব্যথা আমাদের ব্যথা – আমরা ভাই। আমরা তাদের স্বার্থ রক্ষা করব।
ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসিফ বলেন, ইসরায়েল একা এই আগ্রাসনে জড়িত নয়।
খাজা আসিফ উল্লেখ করেন, ইসরায়েল কেবল ফিলিস্তিনকেই নয়, ইয়েমেন ও ইরানকেও লক্ষ্যবস্তু করছে। তিনি সতর্ক করে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে নীরবতা এবং অনৈক্য কেবল আরও আক্রমণকে উৎসাহিত করবে।
তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে ইসরায়েলি শত্রুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাৎক্ষণিকভাবে শীর্ষ সম্মেলনের আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতেও বিক্ষোভ চলছে, যেখানে অমুসলিমরা অনেক মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশি নৈতিক ক্ষোভ প্রকাশ করছে। তাদের বিবেক জাগ্রত হয়েছে আমাদের বিবেকের বিপরীতে।
ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়ে আসিফ ঘোষণা করেন, ইসরায়েলের হাত মুসলিমের রক্তে রঞ্জিত- আমাদের অবশ্যই এই ধরনের হাতকে প্রত্যাখ্যান করতে হবে।