বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) সম্প্রতি শেখ রায়হান চৌধুরী কে ফেসবুকে কমেন্ট এবং উসকানি মূলক স্ট্যাটাস দিয়ে গালিগালাজ করেন সাংবাদিক আশা। গালাগালি ও অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে BIRC সভাপতি বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের সময় বা তাকে কটুক্তি করে মানহানি করা হেনস্তা বা গালাগাল করা কেবল ব্যক্তিগত অপমান নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার হরণ করার সামিল।”
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আমরা এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
BIRC সকল গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে জানায়, স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবে।