1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন *ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স * অবিস্মরণীয় ৬ ডিসেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের ফেনী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু ❝ধানের শীষ❞–এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে দাউদকান্দিতে উঠান বৈঠক কৃত্রিম সংকটে এক লাফে কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম তৃতীয়বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : “একটি অনির্বাচিত সরকার মানবিক করিডরের নামে সিদ্ধান্ত নিচ্ছে—যার পেছনে জনগণের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেই” বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এসময় আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারই নিয়ে থাকে, কিন্তু আপনারা এদেশের নির্বাচিত সরকার না। আপনাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিসহ সকলেই
আপনাদেরকে সমর্থন দিয়েছে।

এসময় অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনাদের কাছে সকলেই আশা করে আপনারা নিরপেক্ষ ভাবে এদেশের জনগণের মতামত নিয়ে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আপনারা সিদ্ধান্ত নিবেন।
তবে মানবিক করিডোরের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরুপ হয়ে দাঁড়ায়।

একটি মহলকে উদ্দেশ্য করে তিনি বলেন,
আপনাদের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। ক্ষমতার মোহে আপনারা সরকারে ও আছেন আবার নতুন দল ও করেছেন। দুই দিকেই আপনারা সুবিধা নিচ্ছেন।

একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আমরা গত ৯ মাসে দেখেছি উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলার দিনদিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের সমর্থন ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, সংস্কারের বিপক্ষে নই। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নির্বাচন কে পিছানোর অপচেষ্টা চলছে। এটা এদেশের মানুষ কখনোই মেনে নিবে না।

বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এদেশের মানুষ গত ১৭ বছর যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মূল উদ্দেশ্য- বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করা। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই। অবৈধ স্বৈরাচার সরকার তারা তখন নিজের মত করে ক্ষমতায় বসেছিল।

আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। দেশের জনগণ কি চায়? জনগণের মতামত নেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল কি চায়? তাদের মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভিতরে আগামী ডিসেম্বরের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, নূরুল হক ভূইয়া নূরু, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী নাসির উদ্দীন প্রমুখ।

শাহআলী থানা বনাম গুলশান থানার মধ্যকার খেলা ড্র এবং উত্তরা পশ্চিম থানা বনাম বানানী থানার মধ্যকার খেলায় বনানী ২-১ গোলে জয়ী হয়।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com