বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ফের উত্তেজনা ও প্রতিবাদ চরমে।
বার্মিংহামের ভিক্টোরিয়া রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রবাসীরা ঘোষণা দেন,
সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তবে তাঁরা এক মাসের জন্য রেমিট্যান্স বন্ধ, বিমান বয়কট, দূতাবাস ঘেরাও,
এবং এয়ারপোর্টে অবস্থান ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
“Fully Functional Osmani International Airport Campaign Committee UK”-এর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন
বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই, এবং সভা পরিচালনা করেন ফয়জুর রহমান এমবিই
সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ রব, মাহবুবুর রহমান কুরেশী,
সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, এবং মোঃ আনোয়ার হোসেন সহ অনেক নেতৃবৃন্দ।
Arafat TV uk চেয়ারম্যান মোহাম্মদ এম এ হোসেইন বলেন এখন আমারা ঐক্য বদ্ধ এখন আমারা ধৈর্য্য হারা!
যদি এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমার কঠোর কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবো!! ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলচি অনতিবিলম্বে সিলেট বাসীর প্রানের দাবি বাস্তবায়ন করুন।
এছাড়াও আলোচনায় অংশ নেন:
মো. আব্দুল মালেক পারভেজ, মোঃ মফিজ খান, কাজী আঙুর মিয়া,
ফিরোজ খান, সৈয়দ জমশেদ আলী, আব্দুল কাদির আবুল,
মুফতি তাজুল ইসলাম, কামরুজ্জামান, মোস্তফা মিয়া, আজাদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, বৈপ্লবিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলচি
দীর্ঘদিন ধরে ওসমানী বিমানবন্দরকে পূর্ণ কার্যকারিতা দেওয়ার দাবি জানালেও বিগত সরকার এবং বর্তমান সরকারের আশ্বাস বাস্তবে রূপ নেয়নি!!
তাঁরা জানান, সিলেট প্রবাসীদের প্রতি চরম ভাবে বৈষম্য অবহেলার ফলেই আন্দোলনের এই কঠোর রূপরেখা তৈরি হয়েছে। তারা বলেন সমগ্র বাংলাদেশের মধ্যে চারলেন রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু সিলেট বাসী তা থেকে বঞ্চিত অবহেলিত!! তবে কেন এতো বৈষম্য তবে কেন এতো অবহেলা!! সিলেটে নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে তাই!!
পঞ্চাশ লক্ষ সিলেট বাসীর ২৩ বছরের এই দাবির পক্ষে প্রবাসীদের এই কঠোর কর্মসূচির ঘোষণা সরকার কতটা গুরুত্ব সহকারে নেয়,
তা এখন দেখার বিষয়!
প্রযোজনা: K M Abu Taher Chowdhury, M A Rob
সম্পাদনা: M A Hussain
প্রকাশ: Al Arafa TV uk