ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মিথ্যে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে ।
শনিবার বেলা ১২ টায় ঠাকুরগাঁও চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঠাকুরগাঁও পাঠক মেলার আয়োজনে পাঠক মেলার সভাপতি ওবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি ক্বারি হাফিজ রশিদ, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুলসহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘন্টাব্যাপী এই মানব বন্ধনে সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা ও সত্য প্রকাশের বাঁধা সৃষ্টির প্রতিবাদ করে অবিলম্বে তা প্রত্যাহার এবং বিগত পতিত স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের ১ লাখ কোটি টাকা বিদেশে পাচারসহ সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান।
জাকির মোস্তাফিজ মিলু