রংপুর পীরগঞ্জ উপজেলা প্রতিনিধ : রংপুরের পীরগঞ্জে ২২/০৪/২০২৫ ইং শহীদ আবু সাঈদ এর কবর যিয়ারতে আসেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ।জুলাই গনঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ এর কবর যিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে রংপুর পীরগঞ্জের জাপরপাড়ায় শহীদ আবু সাঈদ এর নিজ বাসভবনে আসেন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর ২৪ পীরগঞ্জ ৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্র শিবির উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রমুখ। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন আজ এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা এবং তার রুহের মাগফেরাত কামনা করা আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নেয় তিনি আরো বলেন শুধু রংপুর নয় সারা বাংলাদেশ দেখেছে শহীদ আবু সাঈদের কৃতিত্ব জুলাই গনঅভ্যুত্থানে তিনি যে ভূমিকা রেখেছেন এটা আজীবন বাংলাদেশ চিরস্মরণীয় হয়ে থাকবে আইকন হিসেবে ভবিষ্যৎ প্রজন্ম তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তা এই আত্মত্যাগ বাংলার মানুষ কখনোই ভুলবে না। তিনি বলেন শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই তারপরও আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তিনি শহীদদের মর্যাদা সম্পর্কে বলেন আল্লাহ রব্বুল আলামীন বলেছেন শহীদরা কখনো মরে না আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সবুজ পাখির মধ্যে সেট করে রাখেন তারা জান্নাতে নাজ নিয়ামত ভোগ করতে থাকে পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে থাকেন। তিনি বলেন উত্তরবঙ্গের মানুষ অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক উন্নয়নে বৈষম্যের শিকার হয়ে আসছে ভারসাম্য পূর্ণ যে উন্নয়ন বাংলাদেশে হওয়ার কথা সেই দিক থেকে কিছুটা পিছিয়ে আছেন উত্তরবঙ্গের মানুষ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা জারি রাখব যেখানে সুযোগ আছে, এবং আপনারাও যদি আমাদের সঙ্গে একমত পোষণ করেন তাহলে এক সময় পরিবর্তন হবে আশা করা যায়।শহীদ আবু সাঈদ হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু আবু সাঈদ নায় গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে সকল শহীদদের হত্যার যে একটা বিচার প্রক্রিয়া আছে এ বিষয়ে আমরা ৫ই আগস্ট এর পর থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি এবং সুষ্ঠু বিচার যেন করা হয় সেটা নিয়ে কর দাবি জানিয়েছি সারা দেশে চলমান আছে। পাশাপাশি আমরা আইন মন্ত্রণালয়েও এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছি। চিন মৈত্রী ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পীরগঞ্জে হোক এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন আমরা বাংলাদেশ ছাত্রশিবির পক্ষ থেকেও চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন জানাই বগুড়া রংপুরের মধ্যবর্তী স্থানে পীরগঞ্জ এরকম প্রত্যন্ত অঞ্চলে একটা ভালো মানের হাসপাতাল হওয়া দরকার এ বিষয়ে আমরা বাংলাদেশ ছাত্রশিবির একমত পোষণ করি।