বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এবং ঢাকা জেলার একমাত্র ডিএফপি তালিকাভুক্ত স্থানীয় পত্রিকা ‘দৈনিক ফুলকি’র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুম মিয়া (মাসুম বাদশাহ) সম্প্রতি একটি ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। গত ১৫ এপ্রিল, স্থানীয় কিছু অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একদল দুষ্কৃতিকারী তাঁর উপর নির্মম হামলা চালায়, যেখানে তাঁর বাম হাত ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হন বলে জানা গেছে। বিষয়টি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টিভি চ্যানেলে গুরুত্বসহকারে প্রচারিত হয়েছে।
তবে এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী এই সাংবাদিকের কোনো খোঁজ নেওয়া হয়নি, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকরা। তাঁরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতায় এমন হামলা গণতন্ত্রের উপর আঘাত বলেও তারা মনে করেন।
এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে সাংবাদিক মকিস মনসুর (ইউকে বিডি টিভি), নজরুল ইসলাম অকিব (মুক্তি টিভি), আজিজুল আম্বিয়া (দৈনিক ভোরের কাগজ, যুক্তরাজ্য প্রতিনিধি), কামরুল আই রাসেল (সিনিয়র রিপোর্টার, এটিএন বাংলা লন্ডন), জয়নুল আবেদিন রোজ (সভাপতি, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব), এ রহমান অলি (দৈনিক মিশিগান, লন্ডন প্রতিনিধি), এবং সুয়েজ আহমদ (চেয়ারম্যান, ভয়েস অব টাওয়ার হ্যামলেট টিভি) সহ আরও অনেকে এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, সাংবাদিক মাসুম বাদশাহকে ন্যায়বিচার এবং সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করে একটি শক্ত বার্তা দিতে হবে যে, মুক্ত সাংবাদিকতা কোনো অবস্থাতেই রুদ্ধ করা যাবে না।
যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও ইউ কে বাংলা রিপোর্টার্স ইউনিটির অন্যতম কর্তা ডঃ আজিজুল আম্বিয়া বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংবাদিক নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে। এই ঘটনায় আমরা অর্থাৎ প্রবাসে বসবাসরত সব সাংবাদিকরা গভীরভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি।