বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও ঢাকা জেলার একমাত্র ডিএফপি তালিকাভুক্ত স্থানীয় দৈনিক ফুলকি পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুম মিয়া (মাসুম বাদশাহ) সাম্প্রতিককালে স্থানীয় কিছু বিষয় নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছিলেন ভোরের কাগজ ও দৈনিক ফুলকি পত্রিকায়। সেই সংবাদ প্রকাশের জেরেই গত ১৫ এপ্রিল দুষ্কৃতিদের দ্বারা হামলার শিকার হয়েছেন মাসুম বাদশাহ। এতে ওই গণমাধ্যম কর্মীর বাম হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার সাংবাদিক মাসুম বাদশাহ স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতার করতে গিয়ে তারাও মারধরের শিকার হয়েছেন। বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টিভি চ্যানেলের অনলাইন ও নিউজ পোর্টালে ছবিসহ ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ভুক্তভোগী ওই সংবাদকর্মীর কেউ খোঁজ খবর নেননি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমাদের সংগঠন ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাব।
সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক মাসুম বাদশাহর ওপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে নির্যাতিত সাংবাদিক মাসুম বাদশাহকে সম্ভাব্য সবরকমের সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।