রাঙামাটি জেলা প্রতিনিধি : ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন কখন হবে তা নির্ধারণ করবে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের উপর । তিনি বলেন, “জনগণের ইচ্ছা যদি কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সরকার সেই দিকেই নজর দেবে।” তবে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার।
আজ রবিবার সন্ধ্যায় রাঙামাটি সরকারি কলেজ মাঠে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সীরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, মাওলানা সালাউদ্দিন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।