বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক ও বহুমুখী শিল্পী ওয়াজেদ আলী গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
মানবিকতা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক চর্চায় তাঁর অসামান্য অবদান তাঁকে এনে দিয়েছে অনন্য সম্মান। হঠাৎ অসুস্থতায় সাংবাদিক সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সিনিয়র সাংবাদিকরা জানান, ওয়াজেদ আলীর মতো নিবেদিতপ্রাণ ও প্রতিভাবান একজন ব্যক্তির এমন অসুস্থতা অত্যন্ত বেদনাদায়ক। তাঁর সুস্থতার জন্য দেশজুড়ে সাংবাদিক মহলে দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে।
সাংবাদিক সমাজ তাঁর পরিবারকে সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস জানিয়েছে। সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তাঁর জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রকাশের।
পরিশেষে, সকলে কামনা করছেন—ওয়াজেদ আলী যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সাংবাদিকতা ও সংস্কৃতির ভুবনকে আলোকিত করেন।
আমিন।