প্রতিবেদক: কাজল : চট্টগ্রাম বিভাগের গর্বিত সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক এবং আন্তর্জাতিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ডা. জামাল উদ্দিন সম্প্রতি এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। এ খবরে দেশ-বিদেশের সংশ্লিষ্ট মহলে গভীর শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজল এক শোকবার্তায় বলেন, “ডা. জামাল উদ্দিন একজন নিষ্ঠাবান সাংবাদিক, মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং সমাজ সচেতন ব্যক্তি। তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন। আমরা সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি দোয়ার আহ্বান জানাই।”
– কাজল
সহ-সভাপতি
আন্তর্জাতিক আইনি প্রতিকার ফাউন্ডেশন