1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: চাঁদা না পেয়ে গ্যারেজ ব্যবসায়ীর ওপর হামলা, লুটপাটে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা যমুনায় সৌজন্য সাক্ষাৎ: রাজনীতির সংলাপে নতুন মাত্রা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার তারেক রহমান–হাজী ইয়াছিন বৈঠক: কুমিল্লা দক্ষিণে নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব পেলেন ইয়াছিন কৃষি ও পরিবেশে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি: এআইপি মতিন সৈকত পেলেন ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ও ফেলোশিপ পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়া, ইসির ব্যাখ্যা দাবি বিএনপির ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা: ছাত্ররাজনীতিকে রাষ্ট্রনায়ক তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে হবে — ড. খন্দকার মারুফ হোসেন রাজনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তে যমুনায় মুখোমুখি ইউনূস–তারেক

অন্তর্বর্তী সরকারের সম্মান নির্ভর করছে সফল নির্বাচনের ওপর: মান্না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সম্মান সফল নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যতদূর পর্যন্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সংস্কার করতে পারব, ততদূর পর্যন্ত আমরা সংস্কার করব। বাকি যেসব সংস্কার দরকার, তা পরের নির্বাচিত সরকার এসে করবে।

বর্তমান সরকারের উদ্দেশ এ সময় তিনি বলেন, মানুষের যদি মনে হয় আপনাদের লিপ্সা আছে, যদি মনে হয় অতীতের মতো ন্যায়-অন্যায় বাছবেন না, অর্থের ধান্দা করবেন, যদি দুর্নীতি বেড়ে যায়, তা আপনাদের ওপর বর্তাবে। আপনারা বলবেন যে জানিনি, বুঝিনি; সেটা হবে না। প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা সমাজের একেবারে নিম্নস্তর পর্যন্ত কাজ করি। আমরা মনে করি, সম্মিলিত প্রচেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদও দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ ব্যাপারে মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনগেজমেন্ট আরও বেশি এবং নিয়মিত করার কথা বলেছি। দরকার হলে তাদের সঙ্গে নিয়মিত বৈঠকের একটা কাঠামো তৈরি করা যেতে পারে। এটা সাপ্তাহিক, পাক্ষিক হতে পারে। এ প্রস্তাবে তারা একমত হয়েছেন।

সংস্কার প্রসঙ্গে কী কথা হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন, আমরা স্পষ্ট করে আমাদের মতামত দিয়েছি। আমরা বলেছি, আমরা একটা সরকার বদলানোর আন্দোলন করছি না, নির্বাচনের জন্য আন্দোলন করছি না। সামগ্রিকভাবে আন্দোলন করছি, যাতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারের প্রক্রিয়া একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়। আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। সে কারণে সংস্কার প্রয়োজন।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করব আমরা। আমরা প্রশাসনের কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সিভিল পুলিশসহ প্রশাসনে এমন কিছু দেখছি, যা উদ্বেগ প্রকাশ করার মতো। প্রধান উপদেষ্টাও এই বিষয়গুলো লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন।

গণতন্ত্র মঞ্চের এ নেতা আরও বলেন, সংস্কারের একটা শর্তই হচ্ছে সবাই সেটা গ্রহণ করবে। ন্যূনতম ঐক্যের প্রচেষ্টা তাদের করতে হবে। এ ব্যাপারে আমরাসহ সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করব।

শনিবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করে গণতন্ত্র মঞ্চের ১২ সদস্যের প্রতিনিধি দল। এ সময় মান্না সঙ্গে ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খান, আবুল হাসান রুবেল, আবু ইউসুফ সেলিম, ইমরান ইমন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com