দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সাতানী ইউনিয়নের সরস্বতীচর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজানের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জনগণকে উদ্বুদ্ধ ও ভোটকে উৎসবমুখর ও নৌকার মার্কায় আগ্রহ বাড়াতে প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে উঠান বৈঠক করছেন নৌকার সমর্থকরা।
এসময় নৌকায় ভোট চেয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওমান প্রবাসী মশিউর রহমান সুমন, দাউদকান্দি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী আক্তার ও তিতাসের মহিলা নেত্রী সুমি প্রমূখ।