আসলাম ইকবাল : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বচানে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। তিনি গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার মিলনায়তনে দুপুর ১২ টার সময় মুক্তিযুদ্ধের চেতনায় সংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় সংসদ নির্বাচনের প্রার্থী আ ফ ম বাহাউদিন নাছিম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তার নির্বাচনী শ্লোগান ‘ঢকা-৮ হবে স্মার্ট’ লেখা লিফলেট বিতরন করেন অনুষ্ঠানে। তাছাড়া রমনা থানা ও শাহজাহানপুর থানা মিলে ঢাকা-৮ আসানের নির্বাচনী এলাকায় নির্বাচনী ক্যাম্প থেকেও নাছিম ভাইয়ের নির্বাচনী ইসতেহার ও এই লিফলেট বিলি করছেন তার নেতা কর্মীরা। রাজধানী ঢাকা শহরের ঢাকা-৮ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বাংলাদেশ হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু হাসপাতাল, বাংলাদেশ শিল্পকলা, রাজারবাগ পুলিশ লাইন্স্, কমলাপুর সেন্ট্রাল রেলওয়ে ষ্টেশন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকারম জাতীয় মসজিদ, জিপিও, রমনা উদ্যান, সোরওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু এভিনিউ, ক্রীড়া পরিষদ ও বিভিন্ন দপ্তর বিদ্যমান রয়েছে। তিনি বলেন-আমি রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।
আলোচনা সভায় উপস্থিত সভাপতি ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া, তরুন তপন চক্রবর্তী, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, দীপ আজাদ, সোহেল হায়দার চৌধুরী, আক্তার হোসেন, শুক্কুর আলী শুভ, বিএফিউজে, ডিইউজে, প্রেসক্লাব, ডিআরইউ সদস্য-মিডিয়াকর্মী ও সাংবাদিক পরিবার সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগ্রহ মোস্তাফিজ মিন্টু।