১৪ ডিসেম্বর ১৯৭১ এর এই দিনটিকে কেন বেছে নিয়ে ছিল পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল শামস তা আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে। তাদের বলতে হবে একটি জাতিকে যদি মেধাহীন করে দেওয়া যায় তাহলে একটি দেশকে সহজেই করায়ত্ত করা যাবে। তাই শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ থেকে শিক্ষা
নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের নতুন প্রজন্মকে সাথী করে। তাদের জানাতে হবে বীর বাঙালিকে মেধা-মননশূন্য করতেই তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য সহস্রাধিক বরেণ্যজনকে নির্মমভাবে হত্যা করে ছিল বলে উল্লেখ্য করেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ পুত্র, রংপুর -৩ (সদর)
আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
সাদ এরশাদ এমপি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা তাদের জীবন দিয়ে এদেশ তৈরীর ইতিহাস রচনা করে গেছেন। জাতি চিরকাল তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাদের রেখে যাওয়া পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।