বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি সাচ্চা কাউকে হালুয়া রুটির লোভে রাজদলে ভাড়া করতে পারেনি। গুটি কয়েক উচ্ছিষ্ট পূর্ব থেকে দল বিতাড়িত, কিছু গণধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। মানে এটা কী ধরনের ছোটলোকি! আমরা বিভিন্ন পাড়ায়-মহল্লায় শুনি কিছু মানুষজন থাকে নীতিহীন, নীতি-বিবর্জিত তারা পাশের বাড়ির কাজে লোককে ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে
রিজভী বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে জানিয়েছে পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করবে না। যারা দেশের সম্মান নষ্ট করছেন, অতি উৎসাহী এসব কর্মকর্তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, দেশের জনগণ, বিরোধী দলগুলোর বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে নির্বাচন করার মতো আত্মঘাতি খেলায় মেতে উঠেছে সরকার।
এ সময় নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যারা এই পাতানো নির্বাচনে অংশ নিচ্ছেন বা সহযোগিতা করছেন, তাদের যদি ন্যূনতম দেশপ্রেম, বিবেচনাবোধ থাকে তবে ফিরে আসুন। আপনারা মীর জাফরের উত্তরসূরি হবেন না।
রিজভী বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী ভাগ-বাটোয়ারার পাতানো নির্বাচনে কোনো সহযোগিতা করবেন না। ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন।
তিনি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ১২ কোটি ভোটারের কাছে আমাদের আহ্বান আপনারা কারও প্রহসনের নির্বাচন করার স্বার্থ সিদ্ধিতে অংশ নেবেন না।