এরপর দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে, দুপুর ১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহকারী রিটার্নিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সকল স্থানে প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, শেখ তন্ময় এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসনে তিনি ছাড়া আরো ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির জেলা কমিটির সদস্য এম নিজাম উদ্দিন লস্কর, স্বতন্ত্র মো. কামাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রেসেডিয়াম সদস্য শেখ আবুল কালাম ও জাকের পার্টির গোপালগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা। তবে এরা এখনো তাদের মনোনয়নপত্র জমা দেননি।



