আত্মরক্ষা করা আইনি অধিকার, কেউ আগুন ধরাতে আসলে হাত-পা গুড়িয়ে দিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৫ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও বন্ধ না করলে এদেশের মানুষ আপনাদের ফয়সালা করবে।
এদিকে রোববার (৫ নভেম্বর) ঢাকায় সবশেষ খবর পর্যন্ত চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে রমজান পরিবহনের বাসের চালক দগ্ধ হন।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।