বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে । তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে না সরকার। কারণ এ সরকার নির্বাচিত সরকার নয়। আর এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এই সরকার আবার ক্ষমতায় আসলে নারীসহ কারো নিরাপত্তা থাকবে না। তাই ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নারী সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনার সরকারকে পদত্যাগে ব্যধ্য করে ঘরে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে।