বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ কেন্দ্রীয় ১৪ দল প্রতিবাদ সমাবেশ করবে। বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ সমাবেশ হবে।
মঙ্গলবার (১ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সভাপতিত্ব করবেন।
এরআগে, সোমবার (৩১ জুলাই) বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন আমির হোসেন আমু।
তিনি বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে তারা (বিএনপি) সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সব সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল।